প্রকাশিত: Sat, Dec 2, 2023 3:27 PM
আপডেট: Sat, Dec 6, 2025 5:59 PM

নাগরিক সুবিধা দেয়ার জন্য যা যা করা দরকার সবকিছুই করা হবে : সিসিক মেয়র

আশরাফ চৌধুরী রাজু, সিলেট :[২] সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর সিলেট শহর উপহার দেয়া ও নাগরিকদের সুবিধা দেয়ার জন্য, যা যা করা দরকার সবকিছুই করা হবে।

[৩]তিনি বলেন,পূণ্যভূমি সিলেট নগরীকে পবিত্র রাখতে হলে আলেম উলামাদের আন্তরিকতার সাথে এগিয়ে আসতে হবে।আপনারা পাড়া-মহল্লায় শহরকে পবিত্র রাখার জন্য যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি বলেন, আপনারা আমার উপর ভরসা রাখতে পারেন। আমি আপনাদের সন্তান।এমন কোন কাজ করবো না যার জন্য আপনাদের লজ্জিত হতে হয়।আমি আপনাদের সহযোগীতা চাই, আপনাদের সকল মহলের সহযোগিতায় একটি সুন্দর শহর উপহার দেবো।

[৪]সিলেট নগরীর জেলা পরিষদের হল রুমে  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার ত্রি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন তিনি। 

[৫] এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা,ড. মামুন আল মাহতাব স্বপ্নীল,সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী,বক্তব্য রাখেন প্রফেসর মাওলানা মাহমুদুল হাসান, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেটের সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব,বন্দর বাজার জামে মসজিদ এর ইমাম,মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম।